নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে আকস্মিকভাবে পরিদর্শন করেন বান্দরবান জেলা পরিষদের নবাগত সদস্য অ্যাড. আবুল কালাম। গত শুক্রবার রাতে হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ চোখে দেখার জন্য আকস্মিক পরিদর্শন করেছেন।
তিনি জরুরি বিভাগ ও বহির্বিভাগ পরিদর্শনকালে রোগীদের সঙ্গে চিকিৎসাসেবার গুণগত মান নিয়ে কথা বলেন এবং খোঁজখবর নেন। এসময় টিএইচও ডা. ডা. আবু জাফর মো. ছলিম হাসপাতালে জনবল সংকটের কথা তোলে ধরেন।
অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোন প্রকার গাফলতি বরদাশত করা হবে না বলে সতর্ক করে দেন জেলা পরিষদের এ নবাগত সদস্য (স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ) অ্যাড. মুহাম্মদ আবুল কালাম। এসময় তিনি হাসপাতালে জনবলসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার চেষ্টার আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা দায়রা জজ আদালতের জিপি অ্যাড. মুহাম্মদ আবু তালেব, সহকারী জিপি অ্যাড. আবু হেনা মোস্তফা, নাইক্ষ্যংছড়ি জামায়াত ইসলামি সংগঠনের সাবেক সভাপতি রফিক আহাম্মেদ, স্বাস্থ্য কমপ্লেক্স হিসাব বিভাগের হিসাব রক্ষক মুহাম্মদ আবুল কালাম, অবসরপ্রাপ্ত সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ নুরুল কবির মাস্টার, সাবেক প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী প্রমুখ।
টিএইচ